কর্মসম্পাদনের সার্বিক চিত্র সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা
সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ (20২১,20২৩,202৪)
অবকাঠামোগত উন্নয়নঃ একাডেমিক কাম ওয়ার্ক সপ (৫ম তলা) ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হইয়াছে। কম্পিউটার ও ড্রেসমেকিং ট্রেডের দুইটি নতুন ল্যাব চালুকরা হইয়াছে। দক্ষতা, প্রশিক্ষণ ও পলিসি এর উন্নয়নঃ ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং, বেসিক কম্পিউটার, অফিস মেনেজমেন্ট ট্রেনিং ,ইনহাউজ ট্রেনিং, শিক্ষকদের বিষয় ভিত্তিক ট্রেনিং(দেশে ও বিদেশে) এবং আর্থিক ক্রয় ও ব্যবস্থাপনা ট্রেনিং এর মাধ্যমে শিক্ষক/কর্মচারীদের দাপ্তরিক ও প্রশাসনিক বিষয়ে দক্ষতা অর্জন। বর্তমান চলমান কার্যক্রমসমূহঃ এসএসসি ও এইচএসসি(ভোকেশনাল), এইচএসসি(বিএম) এবং বেসিক শর্টকোর্স মটর ড্রাইভিং ক্লাশরুমসহ সকল ওয়ার্কসপ, ক্লাশরুম ও অফিস সমূহ সিসি ক্যামেরার আওতায় আনয়ন।
সমস্যা এবং চ্যালেঞ্জসমূহঃ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে নিম্নলিখিত সংস্কার সাধন প্রয়োজন। প্রয়োজনীয় দক্ষতা অর্জনে শিক্ষা ও প্রশিক্ষণের গুণগত মান উন্নয়ন। মানসম্মত কারিগরি বই ও শিক্ষা উপরকণের উন্নয়ন সাধন। পরিবর্তনশীল প্রযুক্তির সাথে খাপ খাওয়ানোর জন্য দ্রুত কারিকুলাম নবায়ন। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও জনবল নিয়োগ, যুগোপযোগী আধুনিক ল্যাব ও যন্ত্রপাতির সংস্থান।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ একাডেমিক কাম ওয়ার্ক সপ ভবনের ৩য় তলায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কন্ফারেন্স রুম সজ্জিতকরণ। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানসম্মত ও আধুনিক ওয়ার্কসপ নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপন এবং অধ্যক্ষ বাংলোসহ শিক্ষক কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ ও অসম্পন্ন সীমানা প্রাচীর নির্মাণ। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস