Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

 

কর্মসম্পাদনের সার্বিক চিত্র

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্য পরিকল্পনা

 

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ (20২১,20২৩,202৪) 


অবকাঠামোগত উন্নয়নঃ একাডেমিক কাম ওয়ার্ক সপ (৫ম তলা) ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হইয়াছে। কম্পিউটার ও ড্রেসমেকিং ট্রেডের দুইটি নতুন ল্যাব চালুকরা হইয়াছে।

দক্ষতা, প্রশিক্ষণ ও পলিসি এর উন্নয়নঃ ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং, বেসিক কম্পিউটার, অফিস মেনেজমেন্ট ট্রেনিং ,ইনহাউজ ট্রেনিং, শিক্ষকদের বিষয় ভিত্তিক ট্রেনিং(দেশে ও বিদেশে) এবং আর্থিক ক্রয় ও ব্যবস্থাপনা ট্রেনিং এর মাধ্যমে শিক্ষক/কর্মচারীদের দাপ্তরিক ও প্রশাসনিক বিষয়ে দক্ষতা অর্জন।

বর্তমান চলমান কার্যক্রমসমূহঃ এসএসসি ও এইচএসসি(ভোকেশনাল), এইচএসসি(বিএম) এবং বেসিক শর্টকোর্স মটর ড্রাইভিং ক্লাশরুমসহ সকল ওয়ার্কসপ, ক্লাশরুম ও অফিস সমূহ সিসি ক্যামেরার আওতায় আনয়ন।


সমস্যা এবং চ্যালেঞ্জসমূহঃ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে নিম্নলিখিত সংস্কার সাধন প্রয়োজন। প্রয়োজনীয় দক্ষতা অর্জনে শিক্ষা ও প্রশিক্ষণের গুণগত মান উন্নয়ন। মানসম্মত কারিগরি বই ও শিক্ষা উপরকণের উন্নয়ন সাধন। পরিবর্তনশীল প্রযুক্তির সাথে খাপ খাওয়ানোর জন্য দ্রুত কারিকুলাম নবায়ন। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও জনবল নিয়োগ, যুগোপযোগী আধুনিক ল্যাব ও যন্ত্রপাতির সংস্থান।


ভবিষ্যৎ পরিকল্পনাঃ একাডেমিক কাম ওয়ার্ক সপ  ভবনের ৩য় তলায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কন্ফারেন্স রুম সজ্জিতকরণ। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানসম্মত ও আধুনিক ওয়ার্কসপ নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপন এবং অধ্যক্ষ বাংলোসহ শিক্ষক কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ ও অসম্পন্ন সীমানা প্রাচীর নির্মাণ।